নিহত ইমাম হোসেনের বাড়ি উপজেলার আমানতপুর গ্রামে। তিনি জেলার চৌমুহনী বাজারের একজন ব্যবসায়ী।
স্থানীয়রা বাংলানিউজকে জানায়, সকালে বাড়ি থেকে চৌমুহনী বাজারে নিজের ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার পথে বেগমগঞ্জের চৌরাস্তায় রাস্তা পার হচ্ছিলেন ইমাম। এ সময় চৌমুহনীগামী একটি বাস তাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। এ অবস্থায় স্থানীয় লোকজন ইমামকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজিদুর রহমান সাজিদ বাংলানিউজকে এসব তথ্য জানিয়েছেন।
বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৭
এসআই