ঢাকা, শুক্রবার, ৩০ মাঘ ১৪৩১, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৪ শাবান ১৪৪৬

জাতীয়

বেগমগঞ্জে বাসচাপায় ব্যবসায়ী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৩ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৭
বেগমগঞ্জে বাসচাপায় ব্যবসায়ী নিহত

নোয়াখালী: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় বাসচাপায় ইমাম হোসেন (৫০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকাল ১১টায় উপজেলার বেগমগঞ্জ চৌরাস্তায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইমাম হোসেনের বাড়ি উপজেলার আমানতপুর গ্রামে। তিনি জেলার চৌমুহনী বাজারের একজন ব্যবসায়ী।

 

স্থানীয়রা বাংলানিউজকে জানায়, সকালে বাড়ি থেকে চৌমুহনী বাজারে নিজের ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার পথে বেগমগঞ্জের চৌরাস্তায় রাস্তা পার হচ্ছিলেন ইমাম। এ সময় চৌমুহনীগামী একটি বাস তাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। এ অবস্থায় স্থানীয় লোকজন ইমামকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজিদুর রহমান সাজিদ বাংলানিউজকে এসব তথ্য জানিয়েছেন।  

বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৭
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।