ঢাকা, শুক্রবার, ৩০ মাঘ ১৪৩১, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৪ শাবান ১৪৪৬

জাতীয়

মৌলভীবাজারে কৃষি প্রযুক্তি মেলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৮ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৭
মৌলভীবাজারে কৃষি প্রযুক্তি মেলা

মৌলভীবাজার: সমন্বিত কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ প্রকল্পের সহযোগিতায় মৌলভীবাজারে শুরু হয়েছে জেলা কৃষি প্রযুক্তি মেলা-২০১৭।

বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকাল ১১টায় মৌলভীবাজার জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ আয়োজনে মেলার উদ্বোধন করা হয়।  মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এই মেলা চলবে ২০-২৩ এপ্রিল পর্যন্ত।

 

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আশরাফুল আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. শাহ জালাল, সিভিল সার্জন সত্যকাম চক্রবর্তী, মৌলভীবাজার পৌরসভার মেয়র মো. ফজলুর রহমান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নেছার আহমদ।

 

বাংলাদেশ সময়: ১৬৪৭ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৭

এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।