বুধবার (১৯ এপ্রিল) ও বৃহস্পতিবার (২০ এপ্রিল) দিনব্যাপী চলা ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নেতৃত্ব দেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এর নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহাত মান্নান।
বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ (নদী-বন্দর) এর যুগ্ম পরিচালক আরিফ উদ্দিনের নির্দেশনায় আরো উপস্থিত ছিলেন উপ-পরিচালক মো. শহীদুল্লাহসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা।
বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ (নদী-বন্দর) এর উপ-পরিচালক মো. শহীদুল্লাহ জানান, গত দুই দিনে বিআইডব্লিউটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহাত মান্নানের নেতৃত্বে ও যুগ্ম পরিচালক আরিফ উদ্দিনের নির্দেশনায় অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। নদী দখলকারীরা যতই প্রভাবশালী হোক না কেন তাদের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে।
বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৭
এসআরএস/আরআই