ঢাকা, বৃহস্পতিবার, ৩০ মাঘ ১৪৩১, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ শাবান ১৪৪৬

জাতীয়

শীতলক্ষ্যার তীরে অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৩ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৭
শীতলক্ষ্যার তীরে অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

নারায়ণগঞ্জ: শীতলক্ষ্যা নদীর তীরে কাঁচপুর ব্রিজের উত্তর দিকে সারুলিয়া ও সুকুরশিঘাট এলাকায় গত দু’দিন ব্যাপী অভিযানে অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৯ এপ্রিল) ও বৃহস্পতিবার (২০ এপ্রিল) দিনব্যাপী চলা ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নেতৃত্ব দেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এর নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহাত মান্নান।

বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ (নদী-বন্দর) এর যুগ্ম পরিচালক আরিফ উদ্দিনের নির্দেশনায় আরো উপস্থিত ছিলেন উপ-পরিচালক মো. শহীদুল্লাহসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা।

উচ্ছেদ অভিযানে একটি ভেকু ও একটি টাগবোটের সাহায্যে অর্ধশতাধিক অবৈধ টং দোকান, জেটি, সেমি পাকা ঘর উচ্ছেদ করা হয়। এসময় বিপুল সংখ্যক পুলিশ, আনসার সদস্য ও উচ্ছেদকর্মীরা উপস্থিত ছিলেন।

বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ (নদী-বন্দর) এর উপ-পরিচালক মো. শহীদুল্লাহ জানান, গত দুই দিনে বিআইডব্লিউটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহাত মান্নানের নেতৃত্বে ও যুগ্ম পরিচালক আরিফ উদ্দিনের নির্দেশনায় অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। নদী দখলকারীরা যতই প্রভাবশালী হোক না কেন তাদের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে।

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৭
এসআরএস/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।