ঢাকা, বৃহস্পতিবার, ৩০ মাঘ ১৪৩১, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ শাবান ১৪৪৬

জাতীয়

বেনাপোল কাস্টমসে আরও ৪৩ হাজার ডলার জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৪ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৭
বেনাপোল কাস্টমসে আরও ৪৩ হাজার ডলার জব্দ বেনাপোলে জব্দকৃত ডলার/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বেনাপোল (যশোর): বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট কাস্টমসে আটক বাংলাদেশি চার পাসপোর্টধারী যাত্রীর মধ্যে জামাল ও কবির খান নামে দু’ জনের ব্যাগ তল্লাশি করে আরও ৪৩ হাজার ৬০০ মার্কিন ডলার জব্দ করেছে শুল্ক কর্মকর্তারা।

বৃহস্পতিবার (২০ এপ্রিল) দুপুরে বেনাপোল কাস্টমস শুল্ক গোয়েন্দাদের সহকারী রাজস্ব কর্মকর্তা চান আহম্মেদ খান ডলার জব্দের বিষয়টি বাংলানিউজকে জানান।

তিনি বলেন, এর আগে বুধবার (১৯ এপ্রিল) সকাল ৯টায় ভারত ফেরত চার বাংলাদেশি পাসপোর্টধারী যাত্রীর ব্যাগ তল্লালি করে ২১ হাজার ৩০০ ইউএস ডলার ও ৮ লাখ ৫ হাজার ৫০০ ভারতীয় রুপি উদ্ধার করা হয়েছিলো।

পরে আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন করে বিষয়টি জানানো হয়।

তিনি আরো বলেন, তাদের থানায় সোপর্দ করার আগ মুহূর্তে সন্দেহের বশবর্তী হয়ে দ্বিতীয়বার আটকদের মধ্যে জামাল ও কবির খানের ব্যাগ তল্লালি করে আরও ৪৩ হাজার ৬০০ মার্কিন ডলার উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার দুপুর আড়াই দিকে বেনাপোল পোর্টথানা পুলিশের উপ পরিদর্শক (এসআই) আলমগীর হোসেন বাংলানিউজকে বলেন, আটকদের বিরুদ্ধে মুদ্রাপাচার আইনে মামলা দিয়ে যশোর আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৭০৯ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৭
ওএইচ/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।