ঢাকা, বৃহস্পতিবার, ৩০ মাঘ ১৪৩১, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ শাবান ১৪৪৬

জাতীয়

লেবানন ও যুক্তরাষ্ট্র সফরে গেলেন নৌপ্রধান

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২১ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৭
লেবানন ও যুক্তরাষ্ট্র সফরে গেলেন নৌপ্রধান

ঢাকা: নৌবাহিনী প্রধান এডমিরাল নিজামউদ্দিন আহমেদ, ওএসপি, বিসিজিএম, এনডিসি, পিএসসি ১২ দিনের সরকারি সফরে লেবানন ও যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।

বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকালে তিনি দেশ ছাড়েন। এসময় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশন্স) এবং নৌ প্রশাসনিক কর্তৃপক্ষ ঢাকা আনুষ্ঠানিকভাবে নৌপ্রধানকে বিদায় জানান।

সফরকালীন সময়ে নৌপ্রধান লেবাননের প্রতিরক্ষা মন্ত্রী, সশস্ত্র বাহিনী প্রধান, নৌবাহিনী প্রধান এবং বৈরুতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। পরে তিনি ইউনিফিল সদর দফতরে মেরিটাইম টাস্ক ফোর্সের কমান্ডার, মিশন প্রধান ও ফোর্স কমান্ডারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

এরপর, নৌপ্রধান জাতিসংঘ শান্তিরক্ষী মিশন কার্যক্রমে ভূ-মধ্যসাগরে নিযুক্ত বাংলাদেশের দুটি যুদ্ধজাহাজ বানৌজা ‘আলী হায়দার’ ও ‘নির্মূল’ পরিদর্শন করবেন। সেখানে তিনি বিশ্ব শান্তিরক্ষায় জাহাজ দুইটির বিভিন্ন অপারেশনাল কর্মকাণ্ড পর্যবেক্ষণ করবেন। এছাড়া তিনি জাহাজ দুইটিতে কর্মরত নৌ সদস্যদের উদ্দেশ্যে ইউনিফিল মেরিটাইম টাস্কফোর্সের কার্যক্রম সম্পর্কে বক্তব্য রাখবেন।

লেবানন সফর শেষে নৌ প্রধান আগামী ২৬ এপ্রিল যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত জাতিসংঘ সদর দফতর সফর করবেন। সেখানে তিনি জাতিসংঘের শান্তিরক্ষী বিভাগের সহকারী সেক্রেটারি জেনারেলের সঙ্গে লেবাননে শান্তিরক্ষা কার্যক্রমে নিযুক্ত নৌবাহিনীর জাহাজ দুটির বর্তমান কার্যক্রম ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনার বিষয় নিয়ে আলোচনা করবেন।

সফর শেষে নৌপ্রধান আগামী ০২ মে দেশে ফিরবেন।

বাংলাদেশ সময়: ১৭১৬ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৭
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।