আমরা তদন্ত করেছি। আমাদের দুদকের ইঞ্জিনিয়াররা অধিকতর তদন্ত করবেন।
বৃহস্পতিবার (২০ এপ্রিল) বিকেলে সুনামগঞ্জ সার্কিট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
হাওর রক্ষা বাঁধ করায় দুর্নীতি হয়েছে কিনা তদন্ত করে দেখতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দুদকের পরিচালক বেলাল হোসেনকে প্রধান করে করা এ কমিটির অপর দু’জন হলেন দুদকের উপ-পরিচালক ইঞ্জিনিয়ার আব্দুর রহিম ও সহকারী পরিচালক সেলিনা আক্তার মনি।
দুদক পরিচালক এসময় আরো বলেন, দুদক নিরপেক্ষভাবে তদন্ত করবে। আপনারা যদি তথ্য প্রমাণ আমাদের কাছে দেন তাহলে সেটিও আমরা কাজে লাগাতে পারবো। আমরা আমাদের মতো করে কাজ করবো।
তদন্ত কমিটিকে সহযোগিতা করতে তাদের সঙ্গে উপস্থিত ছিলেন- দুদকের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক শিরিন পারভিন, উপ-পরিচালক রেবা হালদার ও উপ-সহকারী পরিচালক রনজিৎ কর্মকার।
বাংলাদেশ সময়: ১৭৩৮ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৭
এনটি/এসআই