সম্প্রতি বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের (পিআইবি) সম্মেলন কক্ষে বাংলাদেশ জনসংযোগ সমিতির নবগঠিত নির্বাহী কমিটির নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় মন্ত্রী এ কথা জানান।
জনসংযোগ পেশার গুরুত্বারোপ করে হাসানুল হক ইনু বলেন, আপনারা যারা বিভিন্ন সরকারি, আধা-সরকারি, স্বায়ত্ত্বশাসিত বা বেসরকারি প্রতিষ্ঠানে জনসংযোগ পেশায় কর্মরত আছেন, তাদের অবশ্যই নিজ নিজ প্রতিষ্ঠান সম্পর্কে সম্যক ধারণা থাকতে হবে।
তিনি বলেন, জনসংযোগের ব্যর্থতার কারণে জনগণের কাছে ভুল বার্তা যেতে পারে, যা প্রতিষ্ঠানের ভাবমূর্তি নষ্ট করতে পারে। তিনি এ ব্যাপারে জনসংযোগ কর্মীদের সজাগ থাকার আহ্বান জানান।
তথ্যমন্ত্রী জনসংযোগ কর্মীদের উৎকর্ষতা ও কৌশল প্রয়োগে পেশাগত দক্ষতা বাড়াতে নিয়মিত প্রশিক্ষণের উপর গুরুত্বারোপ করেন।
তিনি জনসংযোগ পেশার মানবৃদ্ধির লক্ষ্যে দেশে একটি জনসংযোগ ইনস্টিটিউট প্রতিষ্ঠার বিষয়ে নীতিগত সমর্থন ব্যক্ত করে বলেন, টেকসই উন্নয়নের চ্যালেঞ্জ মোকাবিলায় জনসংযোগ কর্মকর্তাদের সবজান্ত হয়ে ঐতিহাসিক দায়িত্ব পালন করতে হবে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, পিইআইবি’র মহাপরিচালক শাহ আলমগীর। এ সময় সমিতির সভাপতি এবং বাংলাদেশ রেলওয়ের সাবেক পরিচালক জনসংযোগ মোস্তফা-ই-জামিলের সূচনা বক্তব্যের পর বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের শীর্ষ জনসংযোগ নির্বাহীরা বক্তব্য দেন।
বাংলাদেশ জনসংযোগ সমিতির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এখবর জানানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭৩৮ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৭
এসই/এসএইচ