বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকালে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু ছালেহ মো. মুসা জঙ্গী এ জরিমানা করেন।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম বাংলানিউজকে জানান, সকালে শহরের উপকন্ঠে সোনাপুকুর রাবেয়া ফ্লাওয়ার মিল সংলগ্ন ইকু ফিলিং স্টেশন ও ঢেলাপীর ফিলিং স্টেশনে অভিযান চালানো হয়।
এছাড়া পৌর সবজি মার্কেটে অভিযান চালিয়ে ওজনে কম দেওয়ায় সবজি বিক্রেতা মইনুল ইসলাম ও আলমকে দুই হাজার টাকা করে চার হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে রংপুর বিএসটিআইয়ের পরিদর্শক জুলফিকার আলী ও সৈয়দপুর থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৮১৪ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৭
আরবি/