ঢাকা, বৃহস্পতিবার, ৩০ মাঘ ১৪৩১, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ শাবান ১৪৪৬

জাতীয়

সৈয়দপুরে ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৫ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৭
সৈয়দপুরে ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

নীলফামারী: নীলফামারীর সৈয়দপুর উপজেলায় পরিমাপে কম দেওয়ার দায়ে চার ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে ২৪ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকালে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু ছালেহ মো. মুসা জঙ্গী এ জরিমানা করেন।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম বাংলানিউজকে জানান, সকালে শহরের উপকন্ঠে সোনাপুকুর রাবেয়া ফ্লাওয়ার মিল সংলগ্ন ইকু ফিলিং স্টেশন ও ঢেলাপীর ফিলিং স্টেশনে অভিযান চালানো হয়।

এসময় পরিমাপে কম দেওয়ার দায়ে ওই দুই প্রতিষ্ঠানের মালিককে পাঁচ হাজার টাকা করে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া পৌর সবজি মার্কেটে অভিযান চালিয়ে ওজনে কম দেওয়ায় সবজি বিক্রেতা মইনুল ইসলাম ও আলমকে দুই হাজার টাকা করে চার হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে রংপুর বিএসটিআইয়ের পরিদর্শক জুলফিকার আলী ও সৈয়দপুর থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮১৪ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।