ঢাকা, বৃহস্পতিবার, ৩০ মাঘ ১৪৩১, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ শাবান ১৪৪৬

জাতীয়

যশোরে নকল মবিল গোডাউনে অভিযান, জরিমানা-সিলগালা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৩ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৭
যশোরে নকল মবিল গোডাউনে অভিযান, জরিমানা-সিলগালা যশোরে নকল মবিলের গোডাউনে অভিযান

যশোর: যশোরে নকল মবিলের বিক্রয়কেন্দ্র ও দু’টি গোডাউন অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত বৃহস্পতিবার (২০ এপ্রিল) দুপুরে শহরের বকচর এলাকার পৃথক গোডাউনে এ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমানের নেতৃত্বে শহরের মণিহার মোড় এলাকার জিসান এন্টারপ্রাইজ নামের একটি নকল মবিলের দোকান এবং দোকান মালিক আব্দুর রহিমের মালিকানাধীন বকচর এলাকার গোডাউনে নকল মবিল থাকায় তা সিলগালা করা ঞয়। এসময় তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

অন্যদিকে, নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের নেতৃত্বে বকচর এলাকার মামুন নামে এক ব্যক্তির মালিকানাধীন পেট্রোন লুব্রিক্যান্ট নামে নকল মবিলের গোডাউনে অভিযান পরিচালনা করা হয়। এ সময় গোডাউনে থাকা মবিল এবং ব্রেক অয়েলের মোড়কে দাম, মেয়াদ এবং কোম্পানির ঠিকানা উল্লেখ না থাকায় গোডাউনের মালিক মামুনকে বিশ হাজার টাকা জরিমানা করা হয়।

উভয় অভিযানে দু’জন নির্বাহী ম্যজিস্ট্রেট, যশোর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সোহেল শেখ এবং পুলিশ ও র‌্যাব সদস্যরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা জানান, আব্দুর রহিমের মালিকানাধীন শহরের মণিহার এলাকার জিসান এন্টারপ্রাইজ এবং মামুনের মালিকানাধীন মণিহার এলাকার সিকদার এন্টারপ্রাইজে নকল মবিল বেচাকেনা করা হয়। তারা বিভিন্ন কোম্পানির নিম্নমানের মবিল কিনে প্যাকেট পরিবর্তন এবং ভেজাল দিয়ে বেচাকেনা করেন। এতে যানবাহনের ইঞ্জিন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৮১৩ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৭
ইউজি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।