মাহামুদুল হাসানের বাড়ি গোপালগঞ্জের কোটালিপাড়া উপজেলার বাংপুরা গ্রামে। সে ছারছিনা আলিয়া মাদ্রাসার সপ্তম শ্রেণিতে পড়াশোনা করত।
মাদ্রাসা ও হাসপাতাল সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেল তিনটার দিকে মাহামুদুল হাসান ও কামিলের ছাত্র নাজমুল হাসান মাদ্রাসায় দুপুরের খাবার খেয়ে ছাত্রাবাসে ফিরছিল। এসময় বৃষ্টি শুরু হলে হঠাৎ বজ্রপাত হয়। এতে মাহামুদুল ও নাজমুল আহত হয়। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর দায়িত্বরত চিকিৎসক মাহামুদুলকে মৃত ঘোষণা করেন। নাজমুল হাসপাতালে চিকিৎসাধীন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক শাহরীন জাহান বাংলানিউজকে বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার আগেই মাহামুদুলের মৃত্যু হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮২৩ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৭
আরএ