ঢাকা, বৃহস্পতিবার, ৩০ মাঘ ১৪৩১, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ শাবান ১৪৪৬

জাতীয়

আমতলীতে স্ত্রীকে পিটিয়ে হত্যার ঘটনায় স্বামী কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩২ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৭
আমতলীতে স্ত্রীকে পিটিয়ে হত্যার ঘটনায় স্বামী কারাগারে

বরগুনা: বরগুনার আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের কুলাইরচর গ্রামে প্রথম স্ত্রী রেহেনা বেগমকে (৪৫) পিটিয়ে হত্যা করার ঘটনায় স্বামী আফজাল মৃধাকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (২০ এপ্রিল) দুপুরে আফজালকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আফজাল মৃধা রেহেনা বেগমকে ২০ বছর আগে বিয়ে করেন।

তাদের সংসারে তিনটি সন্তান রয়েছে। সম্প্রতি আফজাল মৃধা পটুয়াখালীর হেতালীয় বাঁধ এলাকায় শিরিনা বেগম নামে এক নারীর সঙ্গে মোবাইল ফোনের মাধ্যমে পরকীয়ায় জড়িয়ে পড়েন। পরে চলতি বছর তাকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসেন।

সোমবার (১৭ এপ্রিল) রাতে দ্বিতীয় স্ত্রী শিরিনা বেগম ও আফজালের সঙ্গে রেহেনার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে শিরিনা ও আফজাল দু’জনে রেহেনাকে বেদম মারধর করেন। এতে রেহেনা অসুস্থ হয়ে পড়লে তাকে বাড়িতে রেখে গোপনে চিকিৎসা করাতে থাকেন আফজাল।

খবর পেয়ে বুধবার সকালে রেহেনার ভাই জাকির হোসেন বোনকে উদ্ধার করে চিকিৎসার জন্য পটুয়াখালী নেওয়ার পথে তার মৃত্যু হয়।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল্লা বাংলানিউজকে জানান, আফজাল মৃধাকে প্রধান আসামি করে রেহেনার ভাই জাকির হোসেন বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলার প্রধান আসামি আফজাল মৃধাকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ দাফন করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।