বৃহস্পতিবার (২০ এপ্রিল) দুপুরে আফজালকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আফজাল মৃধা রেহেনা বেগমকে ২০ বছর আগে বিয়ে করেন।
সোমবার (১৭ এপ্রিল) রাতে দ্বিতীয় স্ত্রী শিরিনা বেগম ও আফজালের সঙ্গে রেহেনার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে শিরিনা ও আফজাল দু’জনে রেহেনাকে বেদম মারধর করেন। এতে রেহেনা অসুস্থ হয়ে পড়লে তাকে বাড়িতে রেখে গোপনে চিকিৎসা করাতে থাকেন আফজাল।
খবর পেয়ে বুধবার সকালে রেহেনার ভাই জাকির হোসেন বোনকে উদ্ধার করে চিকিৎসার জন্য পটুয়াখালী নেওয়ার পথে তার মৃত্যু হয়।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল্লা বাংলানিউজকে জানান, আফজাল মৃধাকে প্রধান আসামি করে রেহেনার ভাই জাকির হোসেন বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলার প্রধান আসামি আফজাল মৃধাকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ দাফন করা হয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৭
আরএ