বৃহস্পতিবার (২০ এপ্রিল) দুপুরে উপজেলার টিয়াখালীর পশ্চিম বাদুরতলী গ্রামের মাদ্রাসা সংলগ্ন কালভার্ড এলাকার বাসিন্দা এনায়েত হাওলাদার ও প্রাইমারি স্কুলের শিক্ষিকা রিপা আক্তারের বাসায় এ চুরির ঘটনা ঘটে।
এনায়েত হাওলাদার বাংলানিউজকে জানান, দুপুরে বাসায় কেউ না থাকার সুযোগে জানালা ভেঙে ঘরের ভেতরে ঢুকে চোরচক্র।
এ বিষয়ে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিএম শাহনেওয়াজ বাংলানিউজকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৭
এমএ/এসআরএস/এইচএ/