বৃহস্পতিবার (২০ এপ্রিল) বিকেলে ওই গ্রামের দুলাল পাটওয়ারীর বাড়ির বাগান থেকে ককটেলগুলো উদ্ধার করা হয়। এছাড়াও একই স্থান থেকে ককটেল তৈরির সরঞ্জাম (ব্লেড, কাঁচভাঙা, পিন, কসটেপ, বৈদ্যুতিক তার, ড্যানিশ কনডেন্স মিল্কের খালি তিনটি কৌটা ও তিনটি শপিং ব্যাগ) উদ্ধার করা হয়।
সোনাইমুড়ি মুন্সীবাড়ির আব্দুল কাদেরের স্ত্রী মমতাজ বেগম বাংলানিউজকে জানান, দুপুরে ছাগল আনতে পাটওয়ারীর বাগানে যান তিনি। এসময় বাগানের দক্ষিণ পশ্চিম অংশে ঢেঁকি শাক ক্ষেতে দু’টি ব্যাগ দেখতে পান। ব্যাগ দু’টি নিয়ে একটি খোলা স্থানে ঢেলে ১১টি লাল কসটেপ পেছানো জর্দার কৌটা দেখতে পান। এছাড়াও তিনি শাক ক্ষেতে আরও একটি ককটেল পড়ে থাকতে দেখেন। পরে তিনি বিষয়টি এলাকাবাসীকে জানালে তারা পুলিশে খবর দেয়।
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদুল ইসলাম বাংলানিউজকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জর্দার কৌটা দিয়ে তৈরি ১২টি ককটেল উদ্ধার করে।
তিনি আরও জানান, এ বিষয়ে জড়িতদের খুঁজে বের করা হবে। উদ্ধারকৃত ককটেলগুলো নিষ্ক্রিয় করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২০১৬ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৭
আরবি/