ঢাকা, শুক্রবার, ৩০ মাঘ ১৪৩১, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৪ শাবান ১৪৪৬

জাতীয়

মাদারগঞ্জে সংঘর্ষে আহত কৃষকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৩ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৭
মাদারগঞ্জে সংঘর্ষে আহত কৃষকের মৃত্যু

জামালপুর: জামালপুরের মাদারগঞ্জ উপজেলার জোনাইল গ্রামে জমি নিয়ে সংঘর্ষে আহত আব্দুল আজিজ (৬৫) চিকিৎসাধীন অবস্থায়
মারা গেছেন।

বৃহস্পতিবার (২০ এপ্রিল) সন্ধ্যায় সংঘর্ষের ১২ দিন পর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি
মারা যান।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ৮ এপ্রিল জমি নিয়ে জোনাইল নয়াপাড়া গ্রামে আশরাফ আলীর সাথে প্রতিবেশী ঈমান আলীর সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের ২০ জন আহত হন। এ ব্যাপারে দুই পক্ষই মাদারগঞ্জ থানায় পৃথক মামলা দায়ের করেছে।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।