সোমবার (২৪ এপ্রিল) রাতে গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার নির্বাচনে মনোনয়ন বোর্ডের সভায় সভাপতির বক্তব্যে শেখ হাসিনা বলেন, বিএনপি নেতারা পুরো বিষয়টি নিয়ে মিথ্যা খবর ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করে যাচ্ছেন।
প্রধানমন্ত্রী বলেন, যেসব এলাকা বন্যাকবলিত হয় সেখানে সাধারণত মাছ ও জলজ প্রাণি মারা যায়।
হাওর এলাকার মানুষের যাতে কষ্ট না হয় সে ব্যবস্থা সরকার করেছে জানিয়ে তিনি বলেন, ফসল যাদের নষ্ট হয়েছে তাদের ৩০ কেজি করে চাল, ৫শ’ টাকা করে নির্দিষ্ট করে দিয়েছি। যাদের ঘর-বাড়ি ভেঙেছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে এমন যারা আছেন তাদের আমরা খোঁজ নিতে বলেছি। আমাদের দুর্যোগ মন্ত্রণালয় থেকে শুরু করে খাদ্য মন্ত্রণালয়, প্রতিটি মন্ত্রণালয়ই এখানে সচল, প্রশাসনের কর্মকর্তারা সেখানে সজাগ এবং তাৎক্ষণিকভাবে যথাযথ ব্যবস্থা নিচ্ছে।
‘‘বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন থেকে বিজ্ঞানী পাঠিয়ে সেখানকার পানি পরীক্ষা করা হলো। তারা বললো, সেখানকার পানিতে এ রকম কিছু পাওয়া যায়নি। এ কথা শোনার পরও তারা (বিএনপি) প্রেস কনফারেন্স করে মিথ্যা বলে বেড়াচ্ছে- এর মানে কী,’’ বলেও প্রশ্ন ছুড়ে দেন শেখ হাসিনা।
তিনি বলেন, আমি বলবো, তারা যে কথাটা বলছে তার প্রমাণ নিয়ে তারা উপস্থিত হোক। তারা যদি বৈজ্ঞানিকভাবে এটা ল্যাবরেটরিতে পরীক্ষা করে দেখাতে পারে, তবে জনগণ বিশ্বাস করবে। না হলে তাদের এই মিথ্যা অপপ্রচার জনগণ কখনও মেনে নেবে না। আসলে এক শ্রেণির লোক আছেন যারা জ্ঞান পাপি। তারা দেখে হোক না দেখে হোক উদ্দেশ্যমূলকভাবে নানা কথা বলে বেড়ান।
বাংলাদেশ সময়: ০০১৬ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৭
এমইউএম/আইএ