এ বিষয়ে রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র সিনিয়র সহকারী কমিশনার (সদর) ইফতে খায়ের আলম বলেন, কোনো জঙ্গি আস্তানার সন্ধান নয়, আমরা কোর্ট কলেজ এলাকার টুলটুলিপাড়ায় ব্লক রেইড দিয়েছি। আগে আমরা রাতে এ রেইড পরিচালনা করতাম, এখন দিনে করছি।
জঙ্গি সম্পর্কে কোনো তথ্য রয়েছে কি-না প্রশ্নে তিনি বলেন, আপাতত এ ব্যাপারে কোনো মন্তব্য করা যাচ্ছে না।
পুরো এলাকায় অন্তত ৫টি বাড়ি ঘিরে রেখেছেন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ওই এলাকার মূল সড়কটি প্রাথমিকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। কাউকে ওই এলাকা থেকে বের হতে বা প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।
ঘটনাস্থলে পুলিশের সঙ্গে গোয়েন্দা পুলিশ ও পিবিআই সদস্যরা রয়েছেন। অভিযানে নেতৃত্ব দিচ্ছেন আরএমপি কমিশনার মো. শফিকুল ইসলাম।
** জঙ্গি আস্তানা সন্দেহে রাজশাহীতে এলাকা ঘিরে রেখেছে পুলিশ
বাংলাদেশ সময়: ১০৫৩ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৭
এসএস/জেডএস