বহিষ্কৃতরা হলেন- এমদাদুর রহমান ও সুমন আহমদ।
কেন্দ্রটির প্রিজাইডিং অফিসার আনোয়ারুল হক বাংলানিউজকে জানান, তারা দু’জনই ধানের শীষ প্রতীকের মেয়র প্রার্থী আবু নাসের পিন্টুর এজেন্ট।
ম্যাজিস্ট্রেট জিয়াউল ইসলাম চৌধুরী বাংলানিউজকে বলেন, কেন্দ্রে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ থাকলেও এ দুই এজেন্ট তা ব্যবহার করেছেন। এ অপরাধে তাদের অনধিক ৬ মাসের কারাদণ্ড দেওয়ার বিধান রয়েছে। তবে লঘুদণ্ড হিসেবে তাদের বহিষ্কার করা হয়েছে ও আটক রাখা হয়েছে।
ভোটগ্রহণ শেষে তাদের ছেড়ে দেওয়া হবে বলেও জানান জিয়াউল ইসলাম।
কেন্দ্রটিতে মোট ২ হাজার ৪০৫ জন ভোটার ৭টি কক্ষে ভোট দিচ্ছেন।
বাংলাদেশ সময়: ১১৫৩ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৭
এনইউ/আরআইএস/জেডএস