ঢাকা, রবিবার, ১০ ফাল্গুন ১৪৩১, ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ শাবান ১৪৪৬

জাতীয়

ঢাকা ওয়াসা একটি ব্যর্থ সংস্থা: সাঈদ খোকন

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৭ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৭
ঢাকা ওয়াসা একটি ব্যর্থ সংস্থা: সাঈদ খোকন ডিএসসিসি’র মেয়র সাঈদ খোকন/ছবি: বাংলানিউজ

ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা সিটি করপোরেশনের জলাবদ্ধতা নিরসনে ওয়াসার ভূমিকার কঠোর সমালোচনা করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।

তিনি বলেন, ঢাকা ওয়াসা একটি ব্যর্থ সংস্থায় পরিণত হয়েছে। এ সংস্থাটি নগরবাসীর জলাবদ্ধতা নিরসনে কোনো কাজে আসছে না।

বুধবার (২৫ এপ্রিল) দুপুর ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি মিলনায়তনে ঢাকা উৎসবের উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেন।

মেয়র বলেন, ঢাকা সিটি করপোরেশনে নানা সমস্যা রয়েছে। এসব সমস্যা সমাধানের জন্য ৫৬টি সংস্থা আছে। এদের মধ্যে সমন্বয় সাধন করতে আমাদেরকে বেশ পরিমাণ বেগ পেতে হয়। এমন কিছু সমস্যা রয়েছে যেগুলো সমাধান আমাদের সরাসরি এখতিয়ারে নেই। কিন্তু নির্বাচিত প্রতিনিধি হিসেবে জনগণ আমাদের কাছে আশা করে।

তিনি বলেন, আমাদেরকে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। কয়েকদিনের টানা বর্ষণে ঢাকা শহরে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এটি নিরসনের দায়িত্ব ঢাকা ওয়াসার। নির্বাচিত মেয়র সত্বেও বলতে বাধ্য হচ্ছি ঢাকা ওয়াসা একটি ব্যর্থ সংস্থায় পরিণত হয়েছে। তারা হাজার হাজার কোটি টাকার প্রকল্প নিয়ে ব্যস্ত।

মেয়র প্রশ্ন রেখে বলেন, ঢাকা শহরের এই সমস্যা নিরসনে কি হাজার হাজার কোটি টাকার প্রয়োজন হবে? এর জন্য শুধু প্রয়োজন ঢাকা ওয়‍াসার মনোযোগ। তারা যদি আমাদের সঙ্গে সহযোগিতা করে এবং মনোযোগী হয় তাহলে এই সমস্যা সমাধান সম্ভব। কিন্তু তাদেরকে খুঁজে পাওয়া যায় না।

মেয়র বলেন, ঢাকা শহরের অনেকে ওয়ার্ডে পানি থাকে না। যেখানে পানি যায় সেখানে আবার দুর্গন্ধযুক্ত পানি যায়। এসব সমস্যা নিয়ে ঢাকা ওয়াসাকে বললে তারা বলে বরাদ্ধ নেই। এভাবে চলতে দেওয়া যায় না। হয় ঢাকা ওয়াসাকে সিটি করপোরেশনের সঙ্গে একীভূত করতে হবে, না হয় ওয়াসার নেতৃত্বে পরিবর্তন আনতে হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মাহবুবা নাসরিন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা খান মো. বিল্লাল প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৭
এসকেবি/জিপি/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।