ঢাকা, রবিবার, ১০ ফাল্গুন ১৪৩১, ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ শাবান ১৪৪৬

জাতীয়

খাগড়াছড়িতে পার্বত্য মেডিকেল কলেজ ভবন উদ্বোধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০০ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৭
খাগড়াছড়িতে পার্বত্য মেডিকেল কলেজ ভবন উদ্বোধন উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নব বিক্রম কিশোর ত্রিপুরা

খাগড়াছড়ি: খাগড়াছড়িতে এইচ এম পার্বত্য হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ভবনের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২৫ এপ্রিল) সকালে মেডিকেল কলেজটির ভবন উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নব বিক্রম কিশোর ত্রিপুরা।

পরে তিনি কলেজে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সভায় মেডিকেল কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মো. রাশেদুল ইসলামের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন- পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান তরুণ কান্তি ঘোষ, অতিরিক্ত পুলিশ সুপার এস এম সালাউদ্দিন, পৌর মেয়র রফিকুল আলম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান চঞ্চু মণি চাকমা, কলেজের অধ্যক্ষ কাজী তোফায়েল আহম্মেদ, এস এম শফি প্রমুখ।

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সহযোগিতায় প্রায় ৩৫ লাখ টাকা ব্যয়ে ভবনটি নির্মাণ করা হয়।

বাংলাদেশ সময়য়: ১৩৫৮ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৭
জিপি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।