মঙ্গলবার (২৫ এপ্রিল) সকালে মেডিকেল কলেজটির ভবন উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নব বিক্রম কিশোর ত্রিপুরা।
পরে তিনি কলেজে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সভায় মেডিকেল কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মো. রাশেদুল ইসলামের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন- পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান তরুণ কান্তি ঘোষ, অতিরিক্ত পুলিশ সুপার এস এম সালাউদ্দিন, পৌর মেয়র রফিকুল আলম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান চঞ্চু মণি চাকমা, কলেজের অধ্যক্ষ কাজী তোফায়েল আহম্মেদ, এস এম শফি প্রমুখ।
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সহযোগিতায় প্রায় ৩৫ লাখ টাকা ব্যয়ে ভবনটি নির্মাণ করা হয়।
বাংলাদেশ সময়য়: ১৩৫৮ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৭
জিপি/জেডএস