ঢাকা, রবিবার, ১০ ফাল্গুন ১৪৩১, ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ শাবান ১৪৪৬

জাতীয়

গাজীপুরে ইয়াবাসহ আটক ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৬ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৭
গাজীপুরে ইয়াবাসহ আটক ২

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের ইটহাটা থেকে ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। 

মঙ্গলবার (২৫ এপ্রিল) ভোরে তাদের আটক করা হয়।  

আটকরা হলেন- গাজীপুরের জয়দেবপুর থানার দাসপাড়া কদমতলা এলাকার মো. আনিছুর রহমানের ছেলে আশিকুর রহমান ফাহিম (৩৫) ও রংপুরের বদরগঞ্জ থানার গিলাই গাছুয়াপাড়া এলাকার ইমদাদুল হকের ছেলে আসাদুজ্জামান আসাদ (৩০)।

 

ভোগড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) মো. জাকির হোসেন বলেন, গাজীপুরের চান্দনা চৌরাস্তা থেকে রিকশাযোগে নাওজোর যাওয়ার পথে ইটাহাটায় পৌঁছালে ফাহিম ও আসাদকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ২৩ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।  

মঙ্গলবার দুপুরে জয়দেবপুর থানায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলে জানান তিনি।  
 
বাংলাদেশ সময়: ১ে৪১৭ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৭
আরএস/আরআর/বিএস 
   
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।