ঢাকা, রবিবার, ১০ ফাল্গুন ১৪৩১, ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ শাবান ১৪৪৬

জাতীয়

হাতীবান্ধায় দুই প্রভাষক বরখাস্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২১ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৭
হাতীবান্ধায় দুই প্রভাষক বরখাস্ত

লালমনিরহাট: লালমনিরহাটের হাতীবান্ধা মডেল কলেজের দুই প্রভাষককে স্থায়ীভাবে বরখাস্ত করেছে কলেজ পরিচালনা কমিটি।

মঙ্গলবার (২৫ এপ্রিল) দুপুরে বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন ওই কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নুরুজ্জামান।

বরখাস্ত প্রাপ্তরা হলেন- হাতীবান্ধা মডেল কলেজের অর্থনীতি বিভাগের প্রভাষক শামসুজ্জোহা এবং তথ্য ও প্রযুক্তি বিভাগের প্রভাষক আজিমুদ্দিন মিয়া।

ওই কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নুরুজ্জামান বাংলানিউজকে জানান, প্রভাষক শামসুজ্জোহা ও আজিমুদ্দিনের বিরুদ্ধে অর্থ অনিয়ম, অ্যাকাডেমি ও প্রশাসনিক নিয়মশৃংখলা ভঙ্গের অভিযোগ তদন্তে প্রমাণিত হয়েছে। এর প্রেক্ষিতে কলেজ পরিচালনা কমিটির সিদ্ধান্তে তাদের স্থায়ীভাবে বরখাস্ত করা হয়েছে।

বরখাস্তকৃত প্রভাষক শামসুজ্জোহা ও আজিমুদ্দিন বাংলানিউজকে জানান, তারা নিয়মিত ক্লাস করছেন। তবে বরখাস্তের কারণ তাদের জানা নেই।

বাংলাদেশ সময়: ১৪১৮ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।