মঙ্গলবার (২৫ এপ্রিল) জাতীয় ম্যালেরিয়া নির্মূল কর্মসূচি স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং সহযোগী সংস্থা সমূহের আয়োজনে সকালে শহরের তবলছড়ি এলাকা থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সিভিল সার্জন কার্যালয়ে গিয়ে শেষ হয়।
পরে সিভিল সার্জন কার্যালয়ে সিভিল সার্জন ডা. শহীদ তালুকদারের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান বৃষকেতু চাকমা।
এসময় আরও ছিলেন- ডেপুটি সিভিল সার্জন ডা. সাবরিনা সুলতানা, রাঙ্গামাটি সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বিনোদ শেখর চাকমা প্রমুখ।
সভায় বক্তারা ম্যালেরিয়া রোগের আক্রান্ত থেকে বাঁচার জন্য বাড়ির চারপাশ পরিষ্কার-পরিছন্ন রাখার পরামর্শ দেন।
বাংলাদেশ সময়: ১৪৪৩ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৭
আরবি/