ঢাকা, রবিবার, ১০ ফাল্গুন ১৪৩১, ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ শাবান ১৪৪৬

জাতীয়

ভোলায় প্রতিপক্ষের মারধরে কৃষক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৯ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৭
ভোলায় প্রতিপক্ষের মারধরে কৃষক নিহত

ভোলা: ভোলা সদরের শিবপুর গ্রামে জমির আইল কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের মারধরে ইউনুস (৫৫) নামে এক কৃষক নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৫ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ইউনুস শিবপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের বাসিন্দা।


ভোলা সদর মডেল থানার ওসি মীর খায়রুল কবির জানান, সকালে ইউনুস মিয়ার ঘেরের পাশে আইল কাটতে যান একই এলাকার কৃষকরা। এ সময় ইউনুস তাদের আইল কাটতে বাধা দিলে উভয়ের মধ্যে বাক-বিতণ্ডা শুরু হয়।

একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হয় ইউনুস। এ অবস্থায় তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি। ময়নাতদন্তের জন্য মরদেহ ভোলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে নিহতের শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

এ ঘটনা তদন্তে পুলিশের একটি টিম ঘটনাস্থলে রয়েছে বলেও জানান তিনি।
ওসি আরো জানান, নিহতের পরিবারের থেকে অভিযোগ পেলে পুলিশ মামলা নিবে।

এদিকে কৃষক ইউনুস নিহতের ঘটনায় পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৪৭ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।