মঙ্গলবার (২৫ এপ্রিল) একনেক বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো’র (বিবিএস) প্রতিবছর মনিটরিং দ্য সিচুয়েশন অব ভাইটাল স্ট্যাটেসটিকস প্রতিবেদন প্রকাশ করে থাকে।
বিবিএস এর দেওয়া তথ্যে দেখা গেছে, ২০১২ সাল থেকে প্রতিনিয়তই বেড়ে চলছে মানুষের গড় আয়ু।
২০১৫ সালে মানুষের গড় আয়ু ছিলো ৭০ বছর ৯ মাস। এর মধ্যে পুরুষের গড় আয়ু ৬৯ বছর ৪ মাস এবং নারীদের ৭২ বছর।
২০১৪ সালে ছিলো ৭০ বছর ১ মাস। এর মধ্যে পুরুষের গড় আয়ু ৬৯ বছর ১ মাস এবং নারীদের ৭১ বছর ৬ মাস।
এছাড়া ২০১৩ সালে ছিলো ৭০ বছর ৪ মাস। একই সময়ে পুরুষের আয়ু ছিলো ৬৮ বছর ৮ মাস এবং নারীদের ৭১ বছর ২ মাস।
পরিকল্পনা মন্ত্রী বলেন, স্বাস্থ্য সেবাসহ সবখাতে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, ফলে মানুষের গড় আয়ু বাড়ছে। উন্নত দেশের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশের গড় আয়ু। নানা কারণে দেশে পুরুষের থেকে নারীর আয়ু বাড়ছে। আমাদের (পুরুষ) তুলনায় নারীরা অনেক রোগ থেকে মুক্ত থাকেন। অনেক সময় কতিপয় পুরুষেরা ধুমপানসহ অনেক কিছু পান করে থাকেন। এসব বাজে অভ্যাস থেকে দূরে থাকার কারণে নারীদের আয়ু বাড়তে পারে। এটা আল্লাহর অশেষ রহমত। ’
বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৭
এমআইএস/ওএইচ/আরআই