মঙ্গলবার (২৫ এপ্রিল) সকালে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সাফদারপুরে নবনির্মিত রেলওয়ে স্টেশনের প্লাটফর্ম এবং হাই লেভেল প্লাটফর্ম শেড উদ্বোধনের সময় তিনি এ কথা জানান।
মন্ত্রী এসময় বলেন, খুলনা থেকে দর্শনা পর্যন্ত রেললাইন ডবল লাইনে উন্নীত করা হবে।
বাংলাদেশে বিএনপি-জামায়াতের আমলে রেলের কোনো উন্নয়ন হয়নি। আওয়ামী লীগ যখনই ক্ষমতায় আসে তখনই দেশে উন্নয়ন হয়। রেলওয়েতে আগে পাঁচ হাজার কোটি টাকার বাজেট ছিল। কিন্তু বর্তমানে তা বাড়িয়ে সাড়ে ১১ হাজার কোটি টাকা করা হয়েছে। রেলের এই উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত নতুন রেললাইন নির্মাণ করা হবে বলেও জানান মন্ত্রী।
রেলওয়ের সচিব ফিরোজ সালাহ উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহেশপুর-কোটচাঁদপুর আসনের সংসদ সদস্য নবী নেওয়াজ, কালীগঞ্জ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার, রেলওয়ের মহাপরিচালক আমজাদ হোসেন ও ঝিনাইদহ জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার।
অনুষ্ঠানের সভাপতি রেলসচিব বলেন, যমুনা সেতু হয়ে আরো একটি রেলসেতু নির্মাণ করা হবে। এরই মধ্যে কনসালট্যান্ট নিয়োগ দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪৫৩ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৭
এসআই