এর আগে মঙ্গলবার (২৫ এপ্রিল) সকালে অভিযান শুরু করে পুলিশ। যদিও প্রথম পর্যায়ের অভিযানে কিছুই পাওয়া যায়নি বলে সূত্র জানিয়েছে।
প্রথম পর্যায় শেষে রাজশাহী মহানগর পুলিশের উপ-কমিশনার একেএম নাহিদুল ইসলাম জানিয়েছেন, অভিযান শেষ না হওয়া পর্যন্ত কিছুই বলতে পারবেন না। অভিযানের এ পর্যায়ে তারা অন্য এলাকায় যাবেন বলেও জানান।
এদিকে, ব্লক রেইড শুরুর পর থেকে থমথমে অবস্থা বিরাজ করছে রাজশাহীর মহানগরীর ২ নম্বর ওয়ার্ডের হড়গ্রাম পূর্বপাড়া, আলীগঞ্জ, রাণীদীঘি এলাকায়। স্থানীয়রা কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছেন। কাউকে এলাকায় ঢুকতে দেওয়া হচ্ছে না আবার কাউকে বের হতেও দেওয়া হচ্ছে না। এ নিয়ে গোটা এলাকায় ভীতিকর অবস্থা বিরাজ করছে।
আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বাড়ি বাড়ি ঢুকে তল্লাশি চালাচ্ছেন। সকাল ১০টা থেকে অভিযান শুরু হয়। দুপুর ৩টা পর্যন্ত অভিযানের প্রাপ্তি-অপ্রাপ্তি নিয়ে দায়িত্বরত কারো কোনো বক্তব্য পাওয়া যায়নি।
তবে ঘটনাস্থল ঘুরে র্যাব সদস্যদের দেখা না গেলেও পুলিশের সঙ্গে অভিযানের শুরুর দিকে পিবিআই ও সিআইডি সদস্যদের দেখা গেছে।
নির্ভরযোগ্য একটি সূত্র জানিয়েছে, বর্তমানে ৪২ সদস্যের সমন্বয়ে গঠিত আইন-শৃঙ্খলা বাহিনীর একটি যৌথ টিম হড়গ্রাম পূর্বপাড়ার বেশ কয়েকটি এলাকায় ব্লক রেইড পরিচালনা করছে। ওই এলাকায় জঙ্গি আস্তানা থাকতে পারে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হচ্ছে।
এলাকাবাসী জানিয়েছে, সকাল ১০টার দিক থেকে নগরীর কোর্ট কলেজ, টুলটুলিপাড়া ও হড়গ্রাম পূর্বপাড়া এলাকার সবগুলো প্রবেশপথ বন্ধ করে দেয় পুলিশ। এরপর থেকে ওই এলাকায় কাউকে প্রবেশ করতেও দিচ্ছে না এবং বের হতেও দেওয়া হচ্ছে না।
তাই পুলিশের এ ‘অভিযানকে’ কেন্দ্র করে এলাকাবাসীর মধ্যে চরম উৎকণ্ঠা বিরাজ করছে। কী ঘটছে তা বুঝতে পারছেন না। বাড়ি থেকে বেরও হতে পারছে না।
এ রিপোর্ট লেখা পর্যন্ত অভিযানের বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেননি দায়িত্বরত কোনো কর্মকর্তা। অভিযান শেষে ব্রিফিং করা হবে বলে জানিয়েছে তারা।
বাংলাদেশ সময়: ১৫১৪ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৭
এসএস/জিপি/জেডএস
আরও পড়ুন
** পুলিশের ব্লক রেইডে থমথমে হড়গ্রাম পূর্বপাড়া
** জঙ্গি আস্তানা নয়, রাজশাহীতে পুলিশের ব্লক রেইড
** জঙ্গি আস্তানা সন্দেহে রাজশাহীতে এলাকা ঘিরে রেখেছে পুলিশ