ঢাকা, রবিবার, ১০ ফাল্গুন ১৪৩১, ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ শাবান ১৪৪৬

জাতীয়

রাজশাহীতে পুলিশের ‘ব্লক রেইড’ অব্যাহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৫ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৭
রাজশাহীতে পুলিশের ‘ব্লক রেইড’ অব্যাহত রাজশাহীতে পুলিশের ‘ব্লক রেইড অভিযান- ছবি: বাংলানিউজ

রাজশাহী: রাজশাহী মহানগরীর ২ নম্বর ওয়ার্ডের হড়গ্রাম পূর্বপাড়া এলাকায় পুলিশের ‘ব্লক রেইড’ অব্যাহত রয়েছে। দুপুর ২টা থেকে ফের শুরু হওয়া অভিযানকে ‘দ্বিতীয় পর্যায়’ বলছে পুলিশ।

এর আগে মঙ্গলবার (২৫ এপ্রিল) সকালে অভিযান শুরু করে পুলিশ। যদিও প্রথম পর্যায়ের অভিযানে কিছুই পাওয়া যায়নি বলে সূত্র জানিয়েছে।

প্রথম পর্যায় শেষে রাজশাহী মহানগর পুলিশের উপ-কমিশনার একেএম নাহিদুল ইসলাম জানিয়েছেন, অভিযান শেষ না হওয়া পর্যন্ত কিছুই বলতে পারবেন না। অভিযানের এ পর্যায়ে তারা অন্য এলাকায় যাবেন বলেও জানান।

এদিকে, ব্লক রেইড শুরুর পর থেকে থমথমে অবস্থা বিরাজ করছে রাজশাহীর মহানগরীর ২ নম্বর ওয়ার্ডের হড়গ্রাম পূর্বপাড়া, আলীগঞ্জ, রাণীদীঘি এলাকায়। স্থানীয়রা কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছেন। কাউকে এলাকায় ঢুকতে দেওয়া হচ্ছে না আবার কাউকে বের হতেও দেওয়া হচ্ছে না। এ নিয়ে গোটা এলাকায় ভীতিকর অবস্থা বিরাজ করছে।

আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বাড়ি বাড়ি ঢুকে তল্লাশি চালাচ্ছেন। সকাল ১০টা থেকে অভিযান শুরু হয়। দুপুর ৩টা পর্যন্ত অভিযানের প্রাপ্তি-অপ্রাপ্তি নিয়ে দায়িত্বরত কারো কোনো বক্তব্য পাওয়া যায়নি।

তবে ঘটনাস্থল ঘুরে র্যাব সদস্যদের দেখা না গেলেও পুলিশের সঙ্গে অভিযানের শুরুর দিকে পিবিআই ও সিআইডি সদস্যদের দেখা গেছে।

নির্ভরযোগ্য একটি সূত্র জানিয়েছে, বর্তমানে ৪২ সদস্যের সমন্বয়ে গঠিত আইন-শৃঙ্খলা বাহিনীর একটি যৌথ টিম হড়গ্রাম পূর্বপাড়ার বেশ কয়েকটি এলাকায় ব্লক রেইড পরিচালনা করছে। ওই এলাকায় জঙ্গি আস্তানা থাকতে পারে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হচ্ছে।

এলাকাবাসী জানিয়েছে, সকাল ১০টার দিক থেকে নগরীর কোর্ট কলেজ, টুলটুলিপাড়া ও হড়গ্রাম পূর্বপাড়া এলাকার সবগুলো প্রবেশপথ বন্ধ করে দেয় পুলিশ। এরপর থেকে ওই এলাকায় কাউকে প্রবেশ করতেও দিচ্ছে না এবং বের হতেও দেওয়া হচ্ছে না।

তাই পুলিশের এ ‘অভিযানকে’ কেন্দ্র করে এলাকাবাসীর মধ্যে চরম উৎকণ্ঠা বিরাজ করছে। কী ঘটছে তা বুঝতে পারছেন না। বাড়ি থেকে বেরও হতে পারছে না।

এ রিপোর্ট লেখা পর্যন্ত অভিযানের বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেননি দায়িত্বরত কোনো কর্মকর্তা। অভিযান শেষে ব্রিফিং করা হবে বলে জানিয়েছে তারা।

বাংলাদেশ সময়: ১৫১৪ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৭
এসএস/জিপি/জেডএস

আরও পড়ুন
** পুলিশের ব্লক রেইডে থমথমে হড়গ্রাম পূর্বপাড়া
** জঙ্গি আস্তানা নয়, রাজশাহীতে পুলিশের ব্লক রেইড

** জঙ্গি আস্তানা সন্দেহে রাজশাহীতে এলাকা ঘিরে রেখেছে পুলিশ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।