এ উপলক্ষে মঙ্গলবার (২৫ এপ্রিল) সকালে খাগড়াছড়ি টাউন হল চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের শাপলা চত্বরসহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সিভিল সার্জন অফিসে এসে শেষ হয়।
পরে সেখানে সিভিল সার্জন ডা. আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত জেলা পরিষদ চেয়ারম্যান মংক্যচিং চৌধুরী।
এসময় বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক বিপ্লব বড়ুয়া, খাগড়াছড়ি সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. নয়ময় ত্রিপুরা, ব্র্যাকের সিনিয়র ম্যানেজার রুপম চাকমা প্রমুখ।
আলোচনা সভায় এসডিজির লক্ষ্যমাত্রা অর্জনে ২০৩০ সালের মধ্যে দেশকে ম্যালেরিয়া মুক্ত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে সবার একযোগে কাজ করার আহ্বান জানানো হয়।
বাংলাদেশ সময়: ১৫২৬ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৭
এডি/এসএইচ