ঢাকা, রবিবার, ১০ ফাল্গুন ১৪৩১, ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ শাবান ১৪৪৬

জাতীয়

সীমান্তে বেড়াকাটা যন্ত্রসহ ২ যুবক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪০ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৭
সীমান্তে বেড়াকাটা যন্ত্রসহ ২ যুবক আটক সীমান্তে বেড়াকাটা যন্ত্রসহ আটক যুবক

লালমনিরহাট: সীমান্তের বেড়াকাটা যন্ত্রসহ দুই যুবককে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের সদস্যরা।

মঙ্গলবার (২৫ এপ্রিল) দুপুরে তাদের হাতিবান্ধা থানা পুলিশে সোপর্দ করা হয়েছে। এর আগে পৃথক দুইটি স্থান থেকে তাদের আটক করে বিজিবি।

আটক যুবকরা হলেন, লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার কাউয়ামারী আজিজপুর গ্রামের ফজলুল করিমের ছেলে সাদেকুল ইসলাম (২৪) ও পাটগ্রাম স্টেশনপাড়ার সহিদার রহমানের ছেলে শাহ আলম (২৫)।

সীমান্ত ও বিজিবি সূত্রে জানা গেছে, ভারতীয় সীমান্তের কাঁটাতারের বেড়া কেটে চোরাকারবারীরা ভারতীয় অবৈধ্য পণ্য আনা নেওয়া করে।

মঙ্গলবার সকালে হাতিবান্ধা বড়খাতা বিওপি এলাকার ৮৯০ নম্বর পিলার এলাকায় বেড়া কাটতে গেলে বিজিবির টহল দল সাদেকুল ইসলামকে আটক করে।

একই দিন ধবলসুতি বিওপি এলাকার ৮২৪/৪ নম্বর পিলার এলাকা থেকে শাহ আলম নামে অপর যুবককে আটক করে ধবলসুতি ক্যাম্পের বিজিবির টহল দল।

আটক দু'জনের কাছ থেকে কাঁটাতারের বেড়া কাটার যন্ত্রসহ ভারতীয় সিম ও মোটারসাইকেল জব্দ করে বিজিবি।

এ ঘটনায় হাতিবান্ধা থানায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশে সোপর্দ করেছে বিজিবি।

বিজিবি লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোর্শেদ দুই যুবককে আটকের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৫৩৬ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।