ঢাকা, রবিবার, ১০ ফাল্গুন ১৪৩১, ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ শাবান ১৪৪৬

জাতীয়

বঙ্গবন্ধু সেতু পশ্চিম সড়কে তীব্র যানজট

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৯ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৭
বঙ্গবন্ধু সেতু পশ্চিম সড়কে তীব্র যানজট বঙ্গবন্ধু সেতু পশ্চিম সড়কে তীব্র যানজট-ছবি: বাংলানিউজ

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম মহাসড়কের প্রায় চার কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

সেতুর টোল আদায় সফটওয়্যার নেটওয়ার্কে সমস্যা দেখা দেয়ায় টোল আদায়ে দেরি হচ্ছে। এজন্য যানজট সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।

মঙ্গলবার (২৫ এপ্রিল) দুপুর আড়াইটার পর থেকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম পাড় থেকে কড্ডা এলাকা পর্যন্ত যানজটে কয়েক হাজার যানবাহন আটকা পড়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ দাউদ বাংলানিউজকে জানান, দুপুরে সেতুর টোল আদায় সফটওয়্যার নেটওয়ার্কে সমস্যা দেখা দেয়। এতে টোল আদায়ে বেশি সময় লাগায় গাড়ির লাইন দীর্ঘ হচ্ছে।

সমস্যা সমাধানের কাজ চলছে। শিগগিরই যান চলাচল স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

বাংলাদেশ সময়: ১৫৪৭ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।