ঢাকা, রবিবার, ১০ ফাল্গুন ১৪৩১, ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ শাবান ১৪৪৬

জাতীয়

যশোরে ট্রাকচাপায় ঠিকাদার নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫২ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৭
যশোরে ট্রাকচাপায় ঠিকাদার নিহত

যশোর: যশোরে ট্রাকচাপায় হাসান আলী (২৮) নামে এক ঠিকাদার নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৫ এপ্রিল) সকালে যশোর-খুলনা মহাসড়কের রাজারহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

হাসান আলী মণিরামপুর উপজেলার ব্রাহ্মণডাঙ্গা গ্রামের নিছার আলীর ছেলে।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, সকালে ঠিকাদারি ব্যবসা সংক্রান্ত কাজে হাসান আলী মণিরামপুর থেকে মোটরসাইকেল যোগে যশোরে  যাচ্ছিলেন। পথে যশোর-খুলনা মহাসড়কের রাজারহাট চামড়াবাজার এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

যশোর কোতয়ালী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মাহবুব আলম বাংলানিউজকে বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকটিও (নড়াইল-হ-১১-০৮২২) জব্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৪৯ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৭
ইউজি/ওএইচ/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।