গ্রামীণ অবকাঠামো সংস্কার ও কাবিটা প্রকল্পের অর্থায়নে উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের যেসব গ্রামে এখনো বিদ্যুৎ পৌঁছায়নি বিশেষ করে বন্যহাতি আক্রান্ত এলাকা, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান ও দরিদ্র অসহায় পরিবারের মধ্যে ৩ লাখ টাকা মূল্যের ইডকল মনোনীত কোম্পানির ২০ ওয়াট করে ৩০টি সোলার প্যানেল সেট বিতরণ করা হয়।
এ সময় সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন-পোড়াগাঁও ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মো. আজাদ মিয়া, ইউপি সদস্য নুরুল হক, ফিরোজা বেগম, আওয়ামী লীগ নেতা সুলতান আহমেদ, জামাল উদ্দিন ও তথ্যসেবা কেন্দ্রের উদ্যোক্তা মশিউর রহমান মিয়া প্রমুখ।
এসময় বক্তারা বলেন, এখনো যেসব পরিবার বিদ্যুৎ সংযোগ পায়নি, সেসব পরিবারের শিক্ষার্থীরা সোলার প্যানেলের আলোয় লেখাপড়া করতে পারবে। আর বন্যহাতির আক্রমণ থেকে কিছুটা হলেও রেহাই পাবে ওইসব পরিবার।
বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৭
আরএ