বিপুল সংখ্যক নন-এমপিও নিম্ন মাধ্যামিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের উপস্থিততে মঙ্গলবার (২৫ এপ্রিল) দুপুরে যশোর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, সারাদেশে এক হাজার ৩শ’ ৩৩টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীরা বেতন-ভাতা বঞ্চিত।
অবিলম্বে এসব বিদ্যালয় এমপিওভুক্তির জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন মাববন্ধনের বক্তারা।
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ নন এমপিও নিম্ন মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক কর্মচারী ফোরামের জেলা শাখার সভাপতি রবিউল আওয়াল, সাধারণ সম্পাদক এএম রাহাত আলী, সহ সভাপতি হাফিজুর রহমান, সংগঠনের নেতা আনোয়ার হোসেন, গণেশ চন্দ্র প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৬১৭ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৭
ইউজি/ওএইচ/এমজেএফ