ঢাকা, রবিবার, ১০ ফাল্গুন ১৪৩১, ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ শাবান ১৪৪৬

জাতীয়

যশোরে নন-এমপিও শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২০ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৭
যশোরে নন-এমপিও শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন মানববন্ধনে শিক্ষক-কর্মচারী/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

যশোর: যশোরে বেতন ভাতার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ নন এমপিও নিম্ন মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক-কর্মচারী ফোরাম, জেলা শাখা।

বিপুল সংখ্যক নন-এমপিও নিম্ন মাধ্যামিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের উপস্থিততে মঙ্গলবার (২৫ এপ্রিল) দুপুরে যশোর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, সারাদেশে এক হাজার ৩শ’ ৩৩টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীরা বেতন-ভাতা বঞ্চিত।

ফলে, তারা মানবেতর জীবনযাপন করছেন। কেউ কেউ সারাজীবন বিনা-বেতনে শিক্ষকতা করে খালি হাতে অবসরে যাচ্ছেন। অন্যরাও অনিশ্চিত ভবিষ্যত নিয়ে পাঠদান চালিয়ে যাচ্ছেন। এসব বিদ্যালয়ের শিক্ষার্থীরা ভালো ফলাফলও করছে। তবুও সরকারের কোনো নজর নেই।

অবিলম্বে এসব বিদ্যালয় এমপিওভুক্তির জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন মাববন্ধনের বক্তারা।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ নন এমপিও নিম্ন মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক কর্মচারী ফোরামের জেলা শাখার সভাপতি রবিউল আওয়াল, সাধারণ সম্পাদক এএম রাহাত আলী, সহ সভাপতি হাফিজুর রহমান, সংগঠনের নেতা আনোয়ার হোসেন, গণেশ চন্দ্র প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬১৭ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৭
ইউজি/ওএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।