ঢাকা, রবিবার, ১০ ফাল্গুন ১৪৩১, ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ শাবান ১৪৪৬

জাতীয়

রুবেল হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৫ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৭
 রুবেল হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

ঢাকা: কাফরুল থানা সৈনিকলীগের সেক্রেটারি শরিফুল ইসলাম রুবেল (৩৫) হত্যা মামলার প্রধান আসামি মো. শাহিনকে (৩৪) গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

সোমবার (২৪ এপ্রিল) রাতে মিরপুর টেকনিক্যাল মোড় থেকে তাকে গ্রেফতার করা বলে পিবিআই-এর পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।  

গ্রেফতার শাহিন পটুয়াখালী জেলার ধানখালী ইউনিয়নের মৃত শফির ছেলে।

বর্তমানে তিনি ঢাকার কাফরুল থানার সেনপাড়া পর্বতা এলাকায় বাস করতেন। তিনি বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির  (বিআরটিএ) স্পিড গভর্নর সিল কন্ট্রাক্টর হিসেবে কাজ করতেন।

মামলার এজ‍াহারে জানা যায়, ২০১৫ সালের ১০ আগস্ট রাত পৌনে ১০টার দিকে পূর্ব কাজীপাড়া বাসার সামনে রুবেল রিকশাযোগে আসলে পূর্ব শত্রুতার জের ধরে শাহিনসহ এজাহারে উল্লেখিত অন্য আসামিরা এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালের ভর্তি করে। অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসারত অবস্থায় ১১ আগস্ট রুবেলের মৃত্যু হয়।

এ ঘটনায় ওইদিনই রুবেলের স্ত্রী শিউলী আক্তার বাদী হয়ে শাহিনসহ এজাহারনামীয় অন্য আসামিদের বিরুদ্ধে কাফরুল থানায় মামলা করেন। মামলা নং-২০।  

এর আগে রুবেল নিজে বাদী হয়ে শাহিনসহ অন্য আসামিদের বিরুদ্ধে একই সালের ২৫ জুন কাফরুল থানায় মামলা করেন। মামলা নং ৭৮। ‍এ মামলায় কাফরুল থানা পুলিশ তদন্ত করে শাহিনকে অব্যাহতি দিয়ে অভিযোগপত্র দাখিল করে। এই মামলার তদন্তের সময়ে রুবেলের দায়ের করা মামলার আসামিরাসহ অন্য আসামি তাকে খ‍ুন করে।  খুনের সঙ্গে জড়িত শাহিনকে বাদ দেওয়ায় আগের অভিযোগপত্রের বিরুদ্ধে রুবেলের স্ত্রী শিউলি আবেদন করেন। আদালতের আদেশে পিবিআই মামলাটির তদন্তভার গ্রহণ করে।

শাহীনকে জিজ্ঞাসাবাদে জানা গেছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রুবেলকে আসামি শাহিন এবং তার গ্রুপের সদস্যরা প্রথমে মারধর করে এবং পরবর্তীতে খুন করে। শাহিন দুটি মামলারই এজাহারনামীয় আসামি।  

বাংলাদেশ সময়: ১৬২৬ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৭
এজেডএস/আরআর/বিএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।