মঙ্গলবার (২৫ এপ্রিল) দুপুরে জেলা বিসিক কার্যালয়ের হল রুমে এ সমাপণী অনুষ্ঠিত হয়।
বিসিক দিনাজপুর উপ-মহাব্যবস্থাপক হাসনাত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্মসংস্থান ব্যাংক দিনাজপুর জেলা শাখার ব্যবস্থাপক সাইদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জনতা ব্যাংক পুলহাট শাখার ব্যবস্থাপক ফরিদুল আজাদ।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বিসিক বাঁশেরহাট মৌমাছি পালন কর্মসূচির সম্প্রসারণ কর্মকর্তা সাজেদুল ইসলাম, বিসিক জরিপ ও তথ্য কর্মকর্তা আবুল কালাম আজাদ ও শিল্প নগরী কর্মকর্তা আফজাল হোসেন ও বিসিক প্রশাসনিক কর্মকর্তা জুয়েল চন্দ্র সেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বিদেশি পণ্যের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে কৃষির পাশাপাশি শিল্পকে কাজে লাগিয়ে সাবলম্বী হতে হবে। প্রয়োজনে দেশীয় শিল্প পণ্য বিদেশের বাজারে বাজার নিতে সক্ষম হবে। এর ফলে বৈদেশিক মুদ্রা অর্জনসহ দেশের আর্থিক ঘাটতি মোকাবেলায় আমাদের স্বয়ংসম্পূন্নতা বৃদ্ধি পাবে।
প্রশিক্ষণে শিক্ষিত বেকার-যুবকরা শিল্প স্থাপনে উদ্বুদ্ধ হয়ে নিজেদের কর্মসংস্থান সৃষ্টি করবে এবং উন্নত পণ্য উৎপাদনের মাধ্যমে ভোগ সৃষ্টি করে জীবনযাত্রা মান উন্নয়নের সহায়ক হবে।
রোববার (২৩ এপ্রিল) ৫৫ জন শিক্ষিত বেকার যুবক-যুবতীদের নিয়ে তিন দিনব্যাপী শিল্পদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ শুরু হয়।
বাংলাদেশ সময়: ১৬২৩ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৭
এসআরএস/এসএইচ