ঢাকা, রবিবার, ১০ ফাল্গুন ১৪৩১, ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ শাবান ১৪৪৬

জাতীয়

জয়পুরহাটে নারীসহ ৩ জনের জেল-জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৭ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৭
জয়পুরহাটে নারীসহ ৩ জনের জেল-জরিমানা

জয়পুরহাট: জয়পুরহাটে মাদক বিরোধী ট্রাস্কফোর্স অভিযানে মিঠুন হরিজন (৪৮) ও বিদ্যুৎ কুমার প্রামাণিক (৪০) নামে দুই জনকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় চাম্পা হরিজন (৩৫) নামে এক নারীকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার (২৫ এপ্রিল) দুপুর ২টার দিকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক এসএম ইমাম রাজী টুলু এ দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- জয়পুরহাট শহরের বিশ্বাসপাড়া রেল কলোনীর ভাদু হরিজনের ছেলে মিঠুন হরিজন, তার স্ত্রী চাম্পা হরিজন ও একই এলাকার খিতেশ কুমার প্রামাণিকের ছেলে বিদ্যুৎ কুমার প্রামাণিক।

আদালত সূত্রে জানা যায়, দুপুরে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এসএম ইমাম রাজী টুলু’র নেতৃত্বে মাদক বিরোধী ট্রাস্ক ফোর্স অভিযান চালায়। এ সময় জয়পুরহাট পৌর শহরের বিশ্বাসপাড়া রেল কলোনীর একটি বাড়ি থেকে ৮০০ গ্রাম গাঁজাসহ তিন জনকে আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে দুই জনকে ছয় মাসের কারাদণ্ড ও এক নারীকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ডাদেশ দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৬৫৪ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।