ঢাকা, রবিবার, ১০ ফাল্গুন ১৪৩১, ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ শাবান ১৪৪৬

জাতীয়

চুয়াডাঙ্গায় চরমপন্থি নেতার যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৬ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৭
 চুয়াডাঙ্গায় চরমপন্থি নেতার যাবজ্জীবন

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় অস্ত্র আইনে জুয়েল রানা ওরফে জয় বাবু নামে এক চরমপন্থি নেতাকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৫ এপ্রিল) দুপুরে চুয়াডাঙ্গার স্পেশাল ট্রাইব্যুনাল-৩ এর বিচারক মো. রোকনুজ্জামান এ রায় দেন।  

মামলার বিবরণে জানা গেছে, ২০০৯ সালের ৭ নভেম্বর বিকেলে চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া বাজার থেকে চরমপন্থি সংগঠন জনযুদ্ধের শীর্ষ নেতা জয় বাবুকে গ্রেফতার করে পুলিশ।

পরে তার কাছ থেকে উদ্ধার হয় একটি বন্দুক ও দুই রাউন্ড গুলি।  

এ ঘটনায় চুয়াডাঙ্গা সদর থানার তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) ইলিয়াস হোসেন বাদী হয়ে অস্ত্র আইনে মামলা দায়ের করেন। পরে উচ্চ আদালত থেকে জামিন নেয়ার পর থেকে তিনি আত্মগোপনে রয়েছেন। মামলাটির তদন্ত শেষে সদর থানার সেই সময়ের এসআই সেকেন্দার আলী একই বছরের ৬ ডিসেম্বর জয় বাবুকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলায় ছয়জনের সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ প্রমাণ হওয়ায় মঙ্গলবার এ রায় দেন আদালত।

জয় বাবু জেলার দামুড়হুদা উপজেলার দলকালক্ষ্মীপুর গ্রামের ইসরাইল হোসেনের ছেলে।  

বাংলাদেশ সময়: ১৭৩৪ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।