মঙ্গলবার (২৫ এপ্রিল) সকাল ১০টার দিকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আয়োজনে জেলা প্রশাসন চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
র্যালি শেষে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট প্রাঙ্গণে দিনব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়। পরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বান্দরবান পার্বত্য জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান থোয়াই হ্লা মং মার্মার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক, নিপসম, প্যারাসাইটোলজি বিভাগের (চট্টগ্রাম) বিভাগীয় পরিচালক ডা. আলাউদ্দীন মজুমদার, বিভাগীয় প্রধান (ঢাকা) অধ্যাপক ডা. বে-নজির আহমদ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপ সচিব মো. মোতাহার হোসেন, পার্বত্য জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা শহীদুল আলম, সিভিল সার্জন ডা. উদয় শংকর চাকমা, চট্টগ্রামের সিভিল সার্জন ডা. আজিজুর রহমান সিদ্দিকী ও ব্র্যাকের ম্যালেরিয়া কর্মসূচি প্রধান ডা. মোক্তাদির কবির প্রমুখ।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, দেশে ম্যালেরিয়া রোগ নিয়ন্ত্রণে সাফল্য আশাব্যঞ্জক। সরকারের সহযোগিতায় স্বাস্থ্য বিভাগ ব্র্যাকসহ অন্যান্য বেসরকারি সংস্থার সমন্বিত কর্মসূচি ও কার্যকর উদোগের কারণেই ম্যালেরিয়া রোগ নিয়ন্ত্রণে সাফল্য এসেছে। সে সঙ্গে জনসচেতনতাও বৃদ্ধি পেয়েছে।
ম্যালেরিয়া রোগের জন্য ঝুঁকিপূর্ণ দেশের ১৩ জেলার মধ্যে তিন পার্বত্য জেলায় এখনও ম্যালেরিয়া রোগ নিয়ন্ত্রণে আসেনি। বান্দরবান, রাঙ্গামাটি ও খাগড়াছড়ি এখনও ম্যালেরিয়া রোগের জন্য ঝুঁকিপূর্ণ। দেশে মোট ম্যালেরিয়া রোগীর ৯৩ শতাংশই পার্বত্য তিন জেলার বলে স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়।
২০৩০ সালের মধ্যে এ ম্যালেরিয়া রোগ সম্পূর্ণ নির্মূল করাই সরকারের মূল লক্ষ্য। এ উদ্দেশ্যকে সামনে রেখে ‘চিরতরে ম্যালেরিয়া হোক অবসান’-এ স্লোগানে দেশব্যাপী পালিত হচ্ছে বিশ্ব ম্যালেরিয়া দিবস।
বাংলাদেশ সময়: ১৭৩৮ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৭
আরবি/