ঢাকা, রবিবার, ১০ ফাল্গুন ১৪৩১, ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ শাবান ১৪৪৬

জাতীয়

মোহাম্মদপুরে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৩ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৭
মোহাম্মদপুরে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার

ঢাকা: রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৫ এপ্রিল) বেলা ৩টার দিকে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে মোহাম্মদপুর থানা পুলিশ।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন মীর বাংলানিউজকে জানান, বছিলা স্বপ্নধারা হাউজিং এলাকার একটি খাল থেকে গলিত অবস্থায় অজ্ঞাতপরিচয় একব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।

মৃত ব্যক্তির পরনে জিন্স পেন্ট রয়েছে। যা দেখে মনে হচ্ছে মরদেহটি পুরুষের। তবে মরদেহটি বেশি গলিত হওয়ায় বয়স ধারণা করা সম্ভব হয়নি।

ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হবে। রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারণ জানা যাবে বলেও জানান ওসি জামাল উদ্দিন।

বাংলাদেশ সময়: ১৭৩৮ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৭
এজেডএস/ওএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।