মঙ্গলবার (২৫ এপ্রিল) দুপুরে সাভারের ভাটপাড়া এলাকা থেকে মাদক বিক্রির সময় তাদের গ্রেফতার করে সাভার মডেল থানা পুলিশ।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শাহীন আলম বাংলানিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সাভারের শীর্ষ সন্ত্রাসী দেলোয়ার হোসেন দিলু, তার দুই সহযোগী রফিক ও রবিউলকে গ্রেফতার করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের তথ্য মতে দেলোয়ারের বাসায় তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি এবং ১০৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। দেলোয়ার ডাকাতি মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১৮০৪ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৭
এসআরএস/এসএইচ