ঢাকা, রবিবার, ১০ ফাল্গুন ১৪৩১, ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ শাবান ১৪৪৬

জাতীয়

বিয়ানীবাজারে এক কেন্দ্রের ভোট স্থগিত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৯ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৭
বিয়ানীবাজারে এক কেন্দ্রের ভোট স্থগিত

বিয়ানীবাজার (সিলেট) থেকে: জাল ভোট দেওয়া ও সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের ‍অভিযোগে সিলেটের বিয়ানীবাজার পৌর নির্বাচনে ৩ নং কসবা প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোট স্থগিত করা হয়েছে।

কেন্দ্রের সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচনী কর্মকর্তা সৈয়দ কামাল হোসেন বিষয়টি জানান।

তিনি জানান, পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষে কেন্দ্রটির ভোট স্থগিত ঘোষণা করা হয়েছে।

কেন্দ্রের ভোটগ্রহণের বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে।

কেন্দ্রটি নৌকা প্রতীকে আওয়ামী লীগ মেয়র প্রার্থী আব্দুস শুকুরের বলে জানা গেছে। এ মেয়র প্রার্থী ও তারা এজেন্ট জাল ভোট দেওয়ায় ও সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের ‍অভিযোগে কেন্দ্রটির ভোট স্থগিত করা হয়েছে।

জানা যায়, এ কেন্দ্রে মোট ৩৩৮৮ জন ভোটারের মধ্যে পুরুষ ১৫৫২ জন, নারী ১৮৩৬ জন।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৭
এনইউ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।