কেন্দ্রের সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচনী কর্মকর্তা সৈয়দ কামাল হোসেন বিষয়টি জানান।
তিনি জানান, পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষে কেন্দ্রটির ভোট স্থগিত ঘোষণা করা হয়েছে।
কেন্দ্রটি নৌকা প্রতীকে আওয়ামী লীগ মেয়র প্রার্থী আব্দুস শুকুরের বলে জানা গেছে। এ মেয়র প্রার্থী ও তারা এজেন্ট জাল ভোট দেওয়ায় ও সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে কেন্দ্রটির ভোট স্থগিত করা হয়েছে।
জানা যায়, এ কেন্দ্রে মোট ৩৩৮৮ জন ভোটারের মধ্যে পুরুষ ১৫৫২ জন, নারী ১৮৩৬ জন।
বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৭
এনইউ/জেডএস