ঢাকা, রবিবার, ১০ ফাল্গুন ১৪৩১, ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ শাবান ১৪৪৬

জাতীয়

১১ জনকে গুলি

শরীয়তপুরে আসামি গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২০ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৭
শরীয়তপুরে আসামি গ্রেফতারের দাবিতে বিক্ষোভ শরীয়তপুরে আসামি গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

শরীয়তপুর: শরীয়তপুরে ১১ জন গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় দায়ের করা মামলার আসামিদের দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়েছে।

মঙ্গলবার (২৫ এপ্রিল) ১১টা থেকে ১২টা পর্যন্ত জাজিরা উপজেলার লাউখোলা বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানবন্ধনে জাজিরা উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ সহস্রাধিক লোক অংশ নেয়।

মানববন্ধন শেষে জাজিরা-লাউখেলা সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন- জাজিরা উজেলা আওয়ামী লীগের সভাপতি জিএম নুরুল হক, সাধারণ সম্পাদক আবু তালেব চৌকিদার, নড়িয়া পৌরসভার মেয়র ইউনুস বেপারী প্রমুখ।

২৩ এপ্রিল শরীয়তপুর সদর ও জাজিরা উপজেলার সীমান্তবর্তী গঙ্গানগর বাজারে প্রতিপক্ষের হামলায় জয়নগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মিন্টু কাজির ১১ জন সমর্থক গুলিবিদ্ধ হয়। গুলিবিদ্ধ সবাই বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতলে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় মিন্টু কাজীর সমর্থক আক্তার হোসেন কাজী বাদি হয়ে রোববার (২৩ এপ্রিল) তেজগাঁও কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিথুন ঢালীকে প্রধান করে ৩০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার ২নং আসামি শরীয়তপুর জেলা পরিষদের সদস্য সুজন ঢালী ও ৩নং আসামি স্থানীয় ইউপি সদস্য হারুন মোল্যা। ওইদিন বিকেলে মামলার ৬নং আসামি হান্নান মোল্যাকে গ্রেফতার করেছে জাজিরা থানা পুলিশ।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।