ঢাকা, রবিবার, ১০ ফাল্গুন ১৪৩১, ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ শাবান ১৪৪৬

জাতীয়

যদি কিছু ধান পাওয়া যায়

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩১ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৭
যদি কিছু ধান পাওয়া যায় হাওরে ডুবে যাওয়া ধান কেটে আনছেন কৃষক-ছবি: বাংলানিউজ

জামালগঞ্জ (সুনামগঞ্জ) পাগনার হাওর থেকে ফিরে: সুনামগঞ্জের হাওরের সবক’টি বোরো ফসলের খেত একে একে তলিয়ে যাওয়ার পরও একমাত্র পাগনার হাওর তলিয়ে না যাওয়ায় আশার সঞ্চার ছিল জামালগঞ্জের পাগনার হাওরের কৃষকদের।  

কিন্তু সোমবার (২৪ এপ্রিল) ভোর ৬টার দিকে সব কৃষকদের হতাশায় ডুবিয়ে সেই হাওরটিও ডুবে যায়।

হাওরের ফসল রক্ষার জন্য কৃষকরা আপ্রাণ চেষ্টা করে গেছেন।

কিন্তু কোনো কিছুতেই কাজ হয়নি। পানির নিচে তলিয়ে গেছে তাদের স্বপ্নের সোনালী ধান।

ডুবে যাওয়ার পর পানিতে ভিজে ধান সংগ্রহের চেষ্টা করছেন কৃষকরা। কেউবা ডিঙি নৌকা দিয়ে পানির মধ্যে ডুব দিয়ে ধান কেটে হাওর পাড়ে এনেছেন।

তারা বলছেন, আমরা এখন সব হারিয়ে ফেলেছি। দেখি কিছু ধান কেটে খাবারের ব্যবস্থাটুকু যদি করতে পারি, তাহলে কারো কাছে হাত পাততে হবে না। হাওরে ডুবে যাওয়া ধান কেটে আনছেন কৃষক-ছবি: বাংলানিউজএ ধান তোলার পর কৃষকের আরো বড় চিন্তা যে, ধান শুকাতে পারবেন কিনা। ধান শুকাতে না পারলে ধানগুলো চিটা হয়ে যাবে। কষ্ট করে ধান কাটার এ শ্রম বৃথাই যাবে।

সোমবার সরেজমিন পাগনার হাওর ঘুরে দেখা যায়, ফসল হারিয়ে কেউ অপলক দৃষ্টিতে তাকিয়ে আছেন হাওরের দিকে। আবার কেউ কেউ এ কাঁচা ধান শুকিয়ে কিছু চাল বের করা যায় কিনা সে চেষ্টায় ব্যস্ত রয়েছেন।

জামালগঞ্জ উপজেলার সজনপুর গ্রামের বাসিন্দা হারিছ আলী বাংলানিউজকে বলেন, হাওরে আমার সাত কেদার জমি ছিল। সব ধান পানির নিচে তলিয়ে গেছে। এখন চেষ্টা করছি কিছু ধান যদি পানির নিচ থেকে তোলা যায়। তাহলে সেখান থেকে কিছু চাল পাওয়া যেতে পারে। সেই আশায় বুক বেধে এ কষ্ট করছি।

একই গ্রামের আরেক কৃষক মিন্টু সরকার বাংলানিউজকে বলেন, পানির নিচ থেকে ধান তুলছি। কতো কষ্ট করে আমরা এ ফসল ফলিয়েছি। কিন্ত আজ কিছুই নেই। পানি লাগার পর ধান আর ভালো থাকে না, চিটা হয়ে যায়। তারপরও আমরা ধান তুলছি। শুকানোর পর যদি অর্ধেক ধানও পাওয়া যায় তাই লাভ।

বাংলাদেশ সময়: ১৮২৮ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৭
আরবি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।