মঙ্গলবার (২৫ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় সদর উপজেলার বিআরডিবি প্রশিক্ষণ কক্ষে সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ শিক্ষাবিদ প্রফেসর আব্দুল হামিদ প্রধান অতিথি হিসেবে কোর্সের উদ্বোধন করেন।
বারসিক ইনস্টিটিউট অব অ্যাপ্লাইড স্ট্যাডিজ (বিয়াস) এবং শিক্ষা, সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিম এ কোর্সের আয়োজন করে।
উদ্বোধনী অনুষ্ঠানে বারসিকের এলাকা সমন্বয়কারী পার্থ সারথী পালের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- তুজলপুর গাছের পাঠশালার পরিচালক সাংবাদিক ইয়ারব হোসেন, বিয়াসের কোর্স সমন্বয়কারী গবেষক বাহাউদ্দিন বাহার, শিক্ষা, সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিমের সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম ও বারসিকের গবেষণা সহকারী সাইদুর রহমান।
আয়োজকরা জানান, এই কোর্সে সাতক্ষীরা, যশোর এবং খুলনার ১১টি শিক্ষাপ্রতিষ্ঠানের ২১ জন স্নাতক পর্যায়ের শিক্ষার্থী এবং পেশাজীবী অংশ নেবে। এতে প্রশিক্ষক হিসেবে অংশ নিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক অভিজিৎ রায় ও বিয়াসের ফ্যাকাল্টি মেম্বার সৈয়দ আলী বিশ্বাস।
বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৭
এনটি