বুধবার (৩ মে) সকাল ৯টার দিকে বাবার সঙ্গে ধান কাটতে যাওয়ার সময় গর্তে পড়ে যায় সে। খবর পেয়ে আত্রাই ফায়ার সার্ভিস কর্মীরা এসে তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে মৃত অবস্থায় তাকে উদ্ধার করে।
নিহত রাকিব ওই গ্রামের আবুবক্কর সিদ্দিকের ছেলে।
নওগাঁ ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক মোরশেদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বাংলানিউজকে জানান, রাকিবের মৃতদেহ উদ্ধার করে আত্রাই থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৩০৮ ঘণ্টা, মে ০৩, ২০১৭
এসআই