ঢাকা, মঙ্গলবার, ১২ ফাল্গুন ১৪৩১, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ শাবান ১৪৪৬

জাতীয়

আত্রাইয়ে নলকূপের গর্তে পড়ে শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৯ ঘণ্টা, মে ৩, ২০১৭
আত্রাইয়ে নলকূপের গর্তে পড়ে শিশুর মৃত্যু

নওগাঁ: নওগাঁর আত্রাই উপজেলার জামগ্রাম এলাকায় গভীর নলকূপের গর্তে পড়ে রাকিব (৮) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (৩ মে) সকাল ৯টার দিকে বাবার সঙ্গে ধান কাটতে যাওয়ার সময় গর্তে পড়ে যায় সে। খবর পেয়ে আত্রাই ফায়ার সার্ভিস কর্মীরা এসে তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে মৃত অবস্থায় তাকে উদ্ধার করে।

নিহত রাকিব ওই গ্রামের আবুবক্কর সিদ্দিকের ছেলে।

নওগাঁ ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক মোরশেদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বাংলানিউজকে জানান, রাকিবের মৃতদেহ উদ্ধার করে আত্রাই থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৩০৮ ঘণ্টা, মে ০৩, ২০১৭
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।