বুধবার (০৩ মে) ভোরে উপজেলার আড়াইহাজার-ভুলতা সড়কে এ দুর্ঘটনা ঘটে। ডালিম উপজেলার বিশনন্দী ইউনিয়নের চৈতনকান্দা গ্রামের সুন্দর আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন বাংলানিউজকে জানান, ডালিম প্রতিদিনের মতো বুধবার ভোরে মাছ ব্যবসায়ীদের নিয়ে ঢাকা যাচ্ছিলেন। উপজেলার ঝাউগড়া এলাকায় আড়াইহাজার-ভুলতা সড়কে পৌঁছালে কয়েকজন দুর্বৃত্ত তার অটোরিকশাটি গতিরোধ করে।
এ সময় চালক ডালিম বাধা দিলে তাকে ছুরিকাঘাত করেন দুর্বৃত্তরা। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়ার পথে মারা যান ডালিম।
দুর্বৃত্তদের শনাক্ত ও তাদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান ওসি সাখাওয়াত হোসেন।
বাংলাদেশ সময়: ১৩১৬ ঘণ্টা, মে ০৩, ২০১৭
এসআরএস/এমজেএফ