ঢাকা, মঙ্গলবার, ১২ ফাল্গুন ১৪৩১, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ শাবান ১৪৪৬

জাতীয়

ফেনীতে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০২ ঘণ্টা, মে ৩, ২০১৭
ফেনীতে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত ফেনী প্রেসক্লাব থেকে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের র‌্যালি বের করা হয়

ফেনী: ফেনীতে পালিত হয়েছে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। দিবসটি উপলক্ষে বুধবার (৩ মে) সকালে ফেনী প্রেসক্লাব থেকে একটি র‌্যালি বের করা হয়েছে।

র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ডক্টরস রিক্রিয়েশন ক্লাবে আলোচনা সভায় মিলিত হয়।

প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনীর পুলিশ সুপার (এসপি) এসএম জাহাঙ্গীর আলম।

সাধারণ সম্পাদক শেখ ফরিদ উদ্দিন আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি শাহজালাল রতন, ফেনী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন, ফেনী প্রেসক্লাব সহ-সভাপতি আজাদ মালদার, দিলদার হোসেন স্বপন, রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক যতন মুজুমদার, শুকদেব নাথ, দৈনিক স্টার লাইনের নির্বাহী সম্পাদক মাইন উদ্দীন ও স্বদেশ পত্র সম্পাদক এনএন জীবন।

এছাড়াও দিবসটি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করেছে ইয়ুথ জার্নালিস্ট ফোরাম ফেনী জেলা কমিটি।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা পরিষদ প্রশাসক আজিজ আহম্মদ, সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শাহজালাল ভূঞাঁ।

বাংলাদেশ সময়: ১৪০১ ঘণ্টা, ০৩ মে, ২০১৭
এসএইচডি/জিপি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।