ঢাকা, মঙ্গলবার, ১২ ফাল্গুন ১৪৩১, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ শাবান ১৪৪৬

জাতীয়

বানারীপাড়ায় ৩ স্কুলছাত্রী নিখোঁজ, থানায় জিডি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৬ ঘণ্টা, মে ৩, ২০১৭
বানারীপাড়ায় ৩ স্কুলছাত্রী নিখোঁজ, থানায় জিডি

বরিশাল: বরিশালের বানারীপাড়ায় তিন স্কুলছাত্রী নিখোঁজ হয়েছে। এ ঘটনায় বুধবার (০৩ মে) দুপুরে বানারীপাড়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ওই শিক্ষার্থীদের অভিভাবকরা।

নিঁখোজ তিন স্কুল শিক্ষার্থীর মধ্যে আঁখি ও স্বর্ণা বানারীপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী। স্বর্ণা বানারীপাড়ার রায়েরহাট এলাকার হেলাল খানের মেয়ে এবং আঁখি পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের অনিল মিস্ত্রীর মেয়ে।

অপর জন সুমাইয়া বানারীপাড়ার চাখার ওয়াজেদ মেমোরিয়াল মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী ও চাখারের কবির হোসেনের মেয়ে।

জিডি সূত্রে জানা যায়, ০২ মে (মঙ্গলবার) বানারীপাড়া পৌরসভা এলাকার মাহামুদিয়া মাদ্রাসা সংলগ্ন দোলা ম্যাডামের বাসায় পড়তে যাওয়ার নাম করে বাসা থেকে বের হয়। এরপর থেকে তারা নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে বুধবার উভয় পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।

এদের মধ্যে স্কুলছাত্রী স্বর্ণার মা ছালমা ও সুমাইয়ার মা শাহান পারভীন থানায় হাজির হয়ে অভিযোগ দু’টি করেন।

বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বাংলানিউজকে বলেন, লিখিত অভিযোগ হাতে পাওয়ার পরপরই তদন্ত শুরু হয়েছে। দুই শিক্ষার্থীর নিখোঁজের বিষয়টি খতিয়ে দেখতে গিয়ে আঁখি নামে আরও এক স্কুলছাত্রী ওই দুইজনের সঙ্গেই নিঁখোজ হওয়ার খবর হওয়া গেছে। তবে তার পরিবার এখনও কোনো অভিযোগ করেনি।

নিখোঁজ তিন ছাত্রীকেই উদ্ধারের চেষ্টা চলছে বলেও জানান পুলিশেরে এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৪১৮ ঘণ্টা, মে ০৩, ২০১৭/আপডেট সময়: ১৪৩০ ঘণ্টা
এমএস/জিপি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।