বুধবার (০৩ মে) কুমিল্লার বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড) অডিটরিয়ামে সিরডাপ আয়োজিত বৈঠক শুরু আগে উদ্বোধনী বক্তব্য এ আহ্বান জানান তিনি।
খন্দকার মোশাররফ হোসেন বলেন, এ প্রকল্পের মাধ্যমে বাংলাদেশ ২০২০ সালের মধ্যে দারিদ্রের হার ২২ দশমিক ৮ শতাংশ থেকে ১০ শতাংশে নেমে আসবে।
মন্ত্রী বলেন, দারিদ্র বিমোচনের চলমান গতিতে শিগগিরই বাংলাদেশ উচ্চ মধ্যম আয়ের দেশ হিসেবে আত্মপ্রকাশ ঘটবে।
এ সময় তিনি এ প্রকল্পকে সিরডাপের টেকনিকেল কমিটির ৩২তম বৈঠকের আলোচ্য সূচিতে নেওয়ার আহ্বান জানান।
এ বৈঠকে, সিরডাপের সদস্যভুক্ত ১৩টি দেশের মন্ত্রী, রাষ্ট্রদূত ও দাতা সংস্থার প্রতিনিধিরা অংশ নিয়েছেন।
বার্ডের মহাপরিচালক মুহাম্মদ মাসুদুর রশীদ সফদারের সভাপতিত্বে বৈঠকে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা, সিরডাপের পরিচালক তোভিতা জি. বোসেইওয়াকা তাগমাভুলাউ ও সচিব আনন্দ চন্দ্র বিশ্বাস প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৪২৭ ঘণ্টা, মে ০৩, ২০১৭
এএম/এএটি/এসএইচ