ঢাকা, মঙ্গলবার, ১২ ফাল্গুন ১৪৩১, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ শাবান ১৪৪৬

জাতীয়

একটি বাড়ি একটি খামার প্রকল্পকে রোল মডেল করতে হবে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৮ ঘণ্টা, মে ৩, ২০১৭
একটি বাড়ি একটি খামার প্রকল্পকে রোল মডেল করতে হবে বক্তব্য দিচ্ছেন মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন-ছবি: বাংলানিউজ

কুমিল্লা কোর্টবাড়ী থেকে: এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর দারিদ্র বিমোচনে 'একটি বাড়ি একটি খামার’ প্রকল্পকে রোল মডেল হিসেবে গ্রহণ করার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন।

বুধবার (০৩ মে) কুমিল্লার বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড) অডিটরিয়ামে সিরডাপ আয়োজিত বৈঠক শুরু আগে উদ্বোধনী বক্তব্য এ আহ্বান জানান তিনি।

খন্দকার মোশাররফ হোসেন বলেন, এ প্রকল্পের মাধ্যমে বাংলাদেশ ২০২০ সালের মধ্যে দারিদ্রের হার ২২ দশমিক ৮ শতাংশ থেকে ১০ শতাংশে নেমে আসবে।

২০২১ সালের মধ্যে বাংলাদেশ অতি দারিদ্রমুক্ত হবে।

মন্ত্রী বলেন, দারিদ্র বিমোচনের চলমান গতিতে শিগগিরই বাংলাদেশ উচ্চ মধ্যম আয়ের দেশ হিসেবে আত্মপ্রকাশ ঘটবে।

এ সময় তিনি এ প্রকল্পকে সিরডাপের টেকনিকেল কমিটির ৩২তম বৈঠকের আলোচ্য সূচিতে নেওয়ার আহ্বান জানান।

এ বৈঠকে, সিরডাপের সদস্যভুক্ত ১৩টি দেশের মন্ত্রী, রাষ্ট্রদূত ও দাতা সংস্থার প্রতিনিধিরা অংশ নিয়েছেন।

বার্ডের মহাপরিচালক মুহাম্মদ মাসুদুর রশীদ সফদারের সভাপতিত্বে বৈঠকে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা, সিরডাপের পরিচালক তোভিতা জি. বোসেইওয়াকা তাগমাভুলাউ ও সচিব আনন্দ চন্দ্র বিশ্বাস প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪২৭ ঘণ্টা, মে ০৩, ২০১৭
এএম/এএটি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।