বুধবার (০৩ মে) ভোরে নিজ বাড়ি থেকে বাবুকে আটক করা হয়। আটক পৌর কাউন্সিলর শহরের চাউলিয়াপট্রি কাঞ্চন কলোনির বাসিন্দা।
দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেদওয়ানুর রহিম বাংলানিউজকে জানান, আটক বাবুর বিরুদ্ধে একটি চাঁদাবাজির মামলা দায়ের করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে দিনাজপুর আদালতে পাঠানো হবে।
এর আগে গত ২২ এপ্রিল (শনিবার) রাতে দিনাজপুর পৌরসভার আট নম্বর ওয়ার্ড কাউন্সিলর আকবর হোসেন অরেঞ্জকে আটক করে কোতোয়ালি থানা পুলিশ। পরে তার বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়।
বাংলাদেশ সময়: ১৫৩৬ ঘণ্টা, মে ৩, ২০১৭
এএটি/জেডএস