ঢাকা, মঙ্গলবার, ১২ ফাল্গুন ১৪৩১, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ শাবান ১৪৪৬

জাতীয়

রূপগঞ্জে গৃহবধূকে কুপিয়ে জখম

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১১ ঘণ্টা, মে ৩, ২০১৭
রূপগঞ্জে গৃহবধূকে কুপিয়ে জখম

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের রূপগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে রিনা বেগম (৪০) নামে এক গৃহবধূকে পিটিয়ে ও কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা।

বুধবার (৩ মে) বিকেল ৩টায় উপজেলার কুলাদি এলাকায় এ ঘটনা ঘটে। আহত গৃহবধূ রিনা বেগম উপজেলার বেলদি এলাকার হান্নান মিয়ার স্ত্রী।

আহত রিনা বেগম বাংলানিউজকে জানান, বাড়ির সীমানা নিয়ে একই এলাকার পনির ও নাসিরের সঙ্গে তার দীর্ঘদিন ধরে বিরোধ চলছিলো। এর জের ধরে বিকেলে প্রতিপক্ষের লোকজন রিনা বেগমের বাড়িতে গিয়ে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। রিনা বেগম তাদের বাধা দিলে প্রতিপক্ষের লোকজন তাকে পিটিয়ে ও কুপিয়ে জখম করে। এসময় তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে গেলে প্রতিপক্ষের লোকজন পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বাংলানিউজকে জানান, এ ধরনের একটি অভিযোগ পেয়েছি। তদন্ত মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়:  ১৬২৬ মে ০৩ ,২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।